ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

১৩ দিনের যাত্রায় প্রাণ গেছে ৩১১ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ২১:১০, ৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

এবারের ঈদ যাত্রায় বাড়ি ফেরা ও আসার বিভিন্ন পথে মোট ৩১১ জন নিহত হয়েছেন। মাত্র ১৩ দিনের ব্যবধানে ২৪০টি সড়ক দূর্ঘটনায় এতগুলো প্রাণহানি হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে মঙ্গলবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. গনি মিয়া বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ খোকন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে ‘ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন-২০১৭’ তুলে ধরে বলা হয়, সড়ক, নৌ ও রেল পথে মাত্রা ১৩ দিনের ব্যবধানে এ পরিমান লোকের প্রাণ গেছে। এসব দূর্ঘটনায় আহত হয়েছেন ৮৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২০৫টি সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত ও ৮৪৮ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ঈদযাত্রার শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত ২০৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২৭৪ জন নিহত ও ৮৪৮ জন আহত হয়েছেন। একই সময়ে নৌ-পথে একটি দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। আর রেলপথে ট্রেনে কাটা পড়ে পূর্বাঞ্চলে ২৫ জন ও পশ্চিমাঞ্চলে নয়জনসহ মোট ৩৪ জন নিহত হন। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। এই চার দিনে ৬০টি সড়ক দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১২৮ জন আহত হন।

সংবাদ সম্মেলনে প্রতিবেদন তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদে তুলনামূলক দুর্ঘটনা কম ঘটেছে। যানবাহনের পরিমাণ যে হারে বেড়েছে তাতে দূর্ঘটনা তত হয়নি। তবে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ও বিক্ষিপ্ত দুর্ঘটনা বেশি ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মোট সড়ক দুর্ঘটনার ৩৮ শতাংশ বাসে, ৩৪ শতাংশ ট্রাক ও পিকআপে, ২৪ শতাংশ নছিমন-করিমন-ভটভটি-ইজিবাইক ও মোটরসাইকেলে এবং ৪ শতাংশ অন্যান্য যানবাহনে ঘটে।

এবারের ঈদে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মনিটরিং সেল ১৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ করে। এই সেলের সদস্যরা ২২টি জাতীয় দৈনিক, ছয়টি আঞ্চলিক দৈনিক ও ১০টি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন তৈরি করে। পর্যবেক্ষণ শেষে আজকের সংবাদ সম্মেলনে এই প্রতিবেদনে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার তথ্য-পরিসংখ্যান তুলে ধরা হয়।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি