ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

১৮ আগস্ট শপথ ইমরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনা থাকলেও তা পারছেন না ইমরান খান। স্বাধীনতা দিবসের পড়ে ১৮ আগস্ট দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই দলের প্রধান ইমরান খান। দলের জ্যেষ্ঠ্য নেতাদের সিদ্ধান্ত এমনটাই।

গতকাল শুক্রবার বানিগালায় ইমরানের ব্যক্তিগত বাসভবনে পিটিআই এর জ্যেষ্ঠ্য নেতারা এক বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ আগস্ট শনিবার পাকিস্তানের ২১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান। তবে এর আগে আগামী ১৩ আগস্ট সোমবার দেশটির আইন প্রণেতা বা জাতীয় পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলপতি ইমরান।

পিটিআই দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন’কে বলেন, “দলের বৈঠকে এটাই সিদ্ধান্ত হয় যে, প্রধানমন্ত্রী হিসেবে ১৮ আগস্ট শপথ নেবেন ইমরান খান। দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়”।

পিটিআই এর সভায় ইমরান ছাড়াও আরও তিনটি গুরুত্বপূর্ণ পদের বাছাই চূড়ান্ত করা হয়। জাতীয় পরিষদের স্পিকার হিসেবে আসাদ কায়সারের নাম চূড়ান্ত করা হয়। আর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের স্পিকারের দায়িত্ব পেতে যাচ্ছেন চৌধুরী সরওয়ার। পাশাপাশি পাঞ্জাব প্রদেশের গভর্নর হিসেবে শরীক দল পিএমএল-কিউ এর নেতা চৌধুরী পারভেজ এলাহীকে চূড়ান্ত করা হয়।

তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী সোমবার সাধারণ পরিষদের শপথ গ্রহণের পর পরিষদ সদস্যদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পিটিআই সূত্রে জানা যায়।

আসাদ কায়সার পূর্বে খাইবার-পাখতুনওয়া এর প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন। অন্যদিকে আগেও পাঞ্জাবের গভর্নরের পদে দায়িত্ব পালন করেছেন চৌধুরী সরওয়ার।

সূত্রঃ ডন

//এস এইচ এস//

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি