ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

১৯৭১ ফুট দীর্ঘ আলপনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:২১, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ১৯৭১ ফুট দীর্ঘ এবং ৭ ফুট প্রস্থ আলপনা এঁকেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সা‌ড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ‘৭ই মার্চ’ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই ভবন উদ্বোধন করতে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের রাস্তা দিয়ে আসেনন। এজন্যই শিক্ষার্থীদের এই আয়োজন।

জানা গেছে, গতকাল শুক্রবার বি‌কাল থেকে মধ্যরাত পর‌্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদের শতাধিক শিক্ষার্থী সড়কে আলপনা আঁকার কর্মযজ্ঞে অংশ নেন। তারা সংসদ সচিবালয় থেকে রোকেয়া হল পর্যন্ত ১৯৭১ ফুট দীর্ঘ এবং ৭ ফুট প্রস্থ আলপনা অঙ্কন করেন।

এ ব্যাপারে শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৭ই মার্চ ভবন উদ্বোধন করতে সচিবালয়ের রাস্তা হয়ে রোকেয়া হলে আসবেন। যে পথ দিয়ে তিনি যাবেন সেই পথকে রঙিন করে তুলতে কাজ করেছেন তারা। এই আলপনা প্রধানমন্ত্রীর মনে চিরস্থায়ী জায়গা করে নিবে বলে তাদের বিশ্বাস।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি