ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

১৯ বছর পর জামিন পেলেন সর্বহারা প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ১৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৯ বছর ধরে কারাবন্দি সর্বহারা গ্রুপের প্রধান চুয়াডাঙ্গার নুরুজ্জামান লাল্টুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তার বিরুদ্ধে নিম্ন আদালতে বিচারাধীন হত্যা মামলা চার মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

আদালতে নুরুজ্জামান লাল্টুর পক্ষে ছিলেন আইনজীবী এস এম আরিফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

উল্লেখ্য, ১৯৯৮ সালে নুরুজ্জামান লাল্টু তার বাহিনীসহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে আত্মসমর্পণ করেন। তখন থেকেই তিনি কারাগারে। তার বিরুদ্ধে শতাধিক মানুষ হত্যা করার অভিযোগে একাধিক মামলা ছিল। এর মধ্যে ১৯৯৩ সালে দায়ের করা একটি হত্যা মামলা বর্তমানে নিম্ন আদালতে বিচারাধীন। এ মামলায় গত আট বছর ধরে কোনো সাক্ষ্য হচ্ছে না। এ অবস্থায় জামিন আবেদন করেন নুরুজ্জামান লাল্টু।

 

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি