ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

২০১৯ সালে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব : ড. আকবর আলী খান

প্রকাশিত : ১৫:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশনকে সাংবিধানিক নিয়ামনুযায়ী নির্বাচনের সময় নির্বাহী ক্ষমতাগুলো ঠিকমতো দেয়া হলে ২০১৯ সালে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। নির্বাচনকালীন সরকার নিয়ে আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা পাবলিক পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্বাচনকালীন সরকার থেকে শুরু করে যেকোনো জাতীয় প্রয়োজনে গণভোটের আয়োজন করা যেতে পারে। বর্তমান নির্বাচন কমিশকে তাদের নির্বাহী ক্ষমতাগুলো সরকারের কাছ থেকে বুঝে নেয়ারও পরামর্শ দেন তিনি। উদ্বোধনী প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে জগন্নাথ ইউনিভার্সিটি ও বিরোধি দল হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটি অংশ নেয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি