ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

২০২০ সালে চীনের সব গ্রামে ইন্টারনেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ১২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

২০২০ সালের মধ্যে চীনের প্রত্যন্ত অঞ্চলের সব দরিদ্র গ্রামকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে। এ লক্ষ্যে চীনের ১ লাখ ২৩ হাজার গ্রামে ইন্টারনেট সেবা পৌঁছে দেবে দেশটি সরকার।  শহর ও গ্রামের মধ্যকার পার্থক্য কমিয়ে আনার লক্ষ্যে এমন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত পরিকল্পনা প্রতিবেদন মতে, চীনে নিবন্ধিত দরিদ্র গ্রামের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৯০০। এগুলোর ৯৮ শতাংশেরও বেশি এলাকায় ২০২০ সালের মধ্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে।

দেশটির  গ্রামগুলোতে ব্রডব্যান্ড আর ৪জি ডাটা নেটওয়ার্ক এ দুই ধরনের ইন্টারনেট সেবা দিতেই কাজ করবে মন্ত্রণালয়। সেইসঙ্গে কম খরচে মানসম্পন্ন ইন্টারনেট সেবা দিতে এই এলাকাগুলোতে বিশেষ ছাড় দিতে টেলিকম অপারেটরদের উৎসাহ দেবে তারা।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত হিসাবে চীনে ১০৮ কোটি ৪জি নেটওয়ার্ক ব্যবহারকারী রয়েছে। আর দেশের তিন বড় টেলিযোগাযোগ অপারেটর চায়না টেলিকম, চায়না ইউনিকম আর চায়না মোবাইলের ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা ৩৬ কোটি ৬০ লাখ।

সূত্র: শিনহুয়া

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি