ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

২০ কোম্পানীর লাইসেন্স বাতিল, ১৪ কোম্পানীর এন্টিবায়োটিক উৎপাদন বন্ধ

প্রকাশিত : ১৮:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

  মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়ায় ২০ কোম্পানীর লাইসেন্স বাতিল করেছে হাইকোর্ট। সেই সঙ্গে ১৪টি কোম্পানীর এন্টিবায়োটিক উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। বিচারাপতি সৈয়দ মাহমুদ দস্তগির হোসেন ও আতাউর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার দুপুরে এ আদেশ দেন। ২০১৪ সালের ২০ ডিসেম্বর ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারি প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একটি বিশেষ তদন্ত টিম গঠন  করে। তারা ৮৪টি ওষুধ কোম্পানী সরেজমিনে পরিদর্শন করে ২০১৬ সালে প্রতিবেদন জমা দেয়। এরপর ২০টি ওষুধ উৎপাদকতকারি কোম্পানীর লাইসেন্স বাতিলসহ ১৪টির অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদনের বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি