ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

২৭তম ইউএস ট্রেড শোতে প্রিমিয়ার ব্যাংক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুমায়ূন এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোঅ্যানি ওয়াগনার প্রিমিয়ার ব্যাংক স্টল পরিদর্শন করেন। 

ইউএস ট্রেড শো-এ অংশগ্রহণ করছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ২৭তম এ প্রদর্শনী আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে।

প্রদর্শনী উদ্বোধনের পর শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোঅ্যানি ওয়াগনার প্রিমিয়ার ব্যাংক স্টল পরিদর্শন করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের এসভিপি, ব্রান্ড মার্কেটিং এবং কমিউনিকেশনস প্রধান মো. তারেক উদ্দিন, কাওরান বাজার শাখার ব্যাবস্থাপক এজাজ ওয়াহিদ, কার্ড অপারেসন্স প্রধান বিপ্লব মল্লিক।

তিনদিন ব্যাপী (২৭-২৯ ফেব্রুয়ারী) এ প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

১৯৯২ সাল থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে মিলে ইউএস ট্রেড শো’র আয়োজন করে আসছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি