ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

২ হাজার বাংলাদেশি তুরস্কে আটকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১২:০৪, ৫ জুলাই ২০১৭

ছবি : নৌকায় করে অবৈধ পথে ইউরোপ যাচ্ছে বাংলাদেশিরা

ছবি : নৌকায় করে অবৈধ পথে ইউরোপ যাচ্ছে বাংলাদেশিরা

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচের বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় তুরস্কে প্রায় হাজার বাংলাদেশি আটকা পড়েছেন। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।

আটকে পড়া এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনায় ধীরগতির কারণে সেখানে ‘মানবিক সংকটের’ আশংকা করছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী।

তথ্য বিবরণীতে বলা হয়- সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, লেবানন ও জর্ডানে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে ঢোকার প্রবণতা বেড়েছে। ইউরোপে ঢোকার আশায় তারা তুরস্কে এসে জড়ো হচ্ছেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে- ইউরোপে অবৈধভাবে ঢোকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দূতাবাস ও ইস্তাম্বুলে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের হিসেব অনুযায়ী আটকে পড়া বাংলাদেশিদের সংখ্যা প্রায় ২ হাজার।

আটকে পড়া বাংলাদেশিদের কারণে দেখা দেয়া বিভিন্ন সমস্যার কথাও জানিয়েছেন রাষ্ট্রদূত।

তিনি জানান, অবৈধভাবে তুরস্কে অবস্থান করা বাংলাদেশিদের মধ্যে ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পাওয়া অনেকে সমুদ্র পথে ইউরোপে ঢোকার চেষ্টার সময় মারাও যাচ্ছেন। তাদের মধ্যে অনেকে আবার তুরস্কের মানব পাচারকারী দলের প্রলোভনে পড়ে সব হারিয়েছেন। এ ধরনের ঘটনায় সম্প্রতি ইস্তাম্বুলে এক বাংলাদেশি মারা গেছেন।

এছাড়া বাংলাদেশি নাগরিকরা তুরস্কের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের প্রলোভনে পড়ে অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ছেন বলে রাষ্ট্রদূত জানান। অবৈধদের তুরস্ক কখনোই বৈধ কর্মসংস্থানের সুযোগ দেয় না বলে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের সতর্ক করেছেন তিনি।

বিবৃতিতে তিনি আরও জানান, তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান অভিবাসন চুক্তির আওতায় ইউরোপে পাড়ি জমানো অসম্ভব, তাই এ ধরনের অপচেষ্টা অর্থহীন।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি