ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

৩০ বছর পর জিম্বাবুয়েতে নির্বাচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ৩০ মে ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ৩০ জুলাই জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। দীর্ঘ ৩০ বছর পর দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সাধারণ নির্বাচন।

আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ঘোষণা দেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগোয়া। গত বছরের নভেম্বরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তিন দশকেরও বেশি সময় ধরে দেশটির প্রেসিডেন্ট থাকা রবার্ট মুগাবে’কে সরিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সংসদের উচ্চ ও নিম্ন দুই কক্ষতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান এমারসন।

জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমি আগামী ৩০ জুলাই সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি হাউজ অব এসেম্বলী এবং হাউজ অব কাউন্সিলরের নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছি”।

নির্বাচনে এমারসনের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন নেলসন চামিসা। ৪০ বছর বয়স্ক এই রাজনৈতিক নেতা দেশটির প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ এর প্রধান।

জিম্বাবুয়ের আসন্ন নির্বাচনে প্রায় ৫০ লক্ষ নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সূত্রঃ আল জাজিরা

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি