ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

৩৬তম বিসিএস: নন–ক্যাডারের তালিকা আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:১৬, ১৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

৩৬তম বিসিএস পরীক্ষার নন–ক্যাডারের অপেক্ষমাণ তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। নিয়োগপ্রক্রিয়াও আজ থেকে শুরু করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন (ক্যাডার) গণমাধ্যমকে জানান, অপেক্ষমানদের মধ্য থেকে আজ ২৮৪ জনের তালিকা প্রকাশ করা হবে। এটি প্রথম শ্রেণির তালিকা। এতে প্রায় ৪৪ ধরনের পদ রয়েছে। পর্যায়ক্রমে আরও তালিকা প্রকাশ করা হবে।
পিএসসি সূত্র জানায়, ৩৬তম বিসিএসে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। এর বাইরে এই বিসিএসে উত্তীর্ণ ৩ হাজার ৩০৮ জন পরীক্ষার্থীকে পদ শূন্য থাকা সাপেক্ষে নন-ক্যাডার হিসেবে রাখা হয়েছে।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি