ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

৪ হাজার পাকিস্তানিকে বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছিলেন মোশাররফ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৩৬, ১৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

শুধু ডলারের বিনিময়ে পাকিস্তানের চার হাজার নাগরিককে বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছিলেন দেশটির সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ। এর মধ্যে বেশিরভাগ নাগরিককে মোশাররফ আমেরিকার কাছে হস্তান্তর করেছেন।

সোমবার পাক সিনেটের স্থায়ী কমিটিতে এ মন্তব্য করেছেন পাকিস্তানে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার বিষয়ে গঠিত কমিশনের প্রধান সাবেক বিচারপতি জাভেদ ইকবাল। এসময় তিনি বলেন, মোশাররফের অবৈধ ও বেআইনি কাজকর্ম অবশ্যই তদন্ত হতে হবে।

সিনেটকে ব্রিফ করার সময় জাভেদ জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ শেরপাও এই গোপন হস্তান্তর প্রক্রিয়ার অংশ। তিনি পরিষ্কার করে বলেন, ডলারের বিনিময়ে জেনারেল মোশাররফ পাকিস্তানি নাগরিকদের আমেরিকার হাতে তুলে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, দেশের আইনে এ ধরনের হস্তান্তরের কোনও বিধান নেই। কিন্তু জাতীয় সংসদসহ কেউ আজ পর্যন্ত মোশাররফ ও শেরপাওয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেননি।

তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি