ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

৫৭ বছরে পা রাখলো দৈনিক আজাদী

প্রকাশিত : ১৬:০৪, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:০৪, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

৫৭ বছরে পা রাখলো দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক আজাদী। ১৯৬০ সালের এই দিনে প্রকাশিত হয় দৈনিকটি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দিন বাংলাদেশে প্রকাশিত একমাত্র সংবাদপত্রও দৈনিক আজাদী। বৃটিশ আমলে ভারতের শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা চট্টগ্রামের প্রথম মুসলিম আব্দুল খালেক। পাস করে চাকরি নেন একটি ইলেকট্রিক কোম্পানিতে। চাকরি ছেড়ে আসেন সংবাদপত্রের জগতে। শুরুতেই সীমান্ত নামে পত্রিকা বের করার মনস্থির করেছিলেন। কিন্তু বৃটিশ শাসকরা এ নামে বাম রাজনীতির গন্ধ পাওয়ায় উর্দুশব্দ আজাদীকেই বেছে নেয়া হয়। ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশিত হয় দৈনিক আজাদী। প্রকাশের দুই বছর পর মারা যান ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। অসীম সাহস আর অপরিসীম ধৈর্য্য নিয়ে তার ছেলে এম এ মালেক দৈনিক আজাদীর হাল ধরেন। সঙ্গে ছিলেন তার ভগ্নিপতি অধ্যাপক মোহাম্মদ খালেদ। রাস্তার ভিক্ষুকদের ডেকে পুঁজি দিয়ে পত্রিকা বিপণনে সুসংগঠিত রূপ দেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। শুরুর দিকে প্রায় ৪০ বছর ভোর  চারটা থেকে নিজে দাঁড়িয়ে থেকে হকারদের পত্রিকা সরবরাহ করেছেন বর্তমান সম্পাদক এম এ মালেক। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজাদীর। এছাড়া দুর্যোগ ও আনন্দ-বেদনার নানা ঘটনা উঠে এসেছে দৈনিকটিতে। আর স্থানীয় ভাষায় সংবাদ শিরোনাম করে দারুনভাবে নাড়া দিয়েছে মানুষের মন। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে ১২ পৃষ্ঠার দৈনিকটি অনন্য। সাফল্য পেতে বিশেষ কোনো উদ্যোগ বা প্রাতিষ্ঠানিক কাঠামো কখনো অনুসরণ করেননি এম এ মালেক। নিষ্ঠার সঙ্গে পাঠকের মনের ভাষা বুঝে সংবাদ পরিবেশন করেই আজকের এই অবস্থানে দৈনিক আজাদী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি