ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

৬০০ সৌদি সিম ও ৪৫০টি মোবাইলসহ আটক ৮

প্রকাশিত : ১৩:০৬, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:০৭, ২৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

৬০০ সৌদি সিম ও ৪৫০টি মোবাইলসহ এই চক্রের আট সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকা থেকে সিম্ফোনি মোবাইল কোম্পানীর ফোন চুরি করার দায়ে তাদের আটক করা হয়। কতৃপক্ষ জানায়, কোম্পানীর অভিযোগের ভিত্তিতে কার্গো এলাকায় অভিযানের এক পর্যায়ে চার জনসহ ২৩১ টি মোবাইল ফোন উদ্ধার হয়। কার্গো কোম্পানীর চার সদস্যের তথ্য অনুযায়ী আরও চারজনকে আটক করে পুলিশ। এসময় আরও ২২৮টি মোবাইল ফোন ও ৬০০টি সৌদি মোবাইলের সিম জব্দ করা হয়। স্কাই ক্যাপিটাল কার্গোর সদস্যরা ইম্পোর্ট কোর্গো এলাকায় কাজ করার সুযোগে মোবইল চুরি করে বাইরে পাচার করে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিমান বন্দর থানায় মামলা করেছে সিম্ফোনি কতৃপক্ষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি