ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

৮ দিন ধরে নিখোঁজ বাকৃবি শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৪, ১৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শেখ ইফতেখারুল ইসলাম নামের এক শিক্ষার্থী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ২০১৪-২০১৫ সেশন এবং শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

জানা যায়, ওই শিক্ষার্থী গত ৯ তারিখ সকাল ৬ টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। বাড়ি থেকে যোগাযোগ করতে না পেরে তার পরিবারের লোকজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশকে জানায়। তবে পরিবার জানিয়েছে আজ পর্যন্ত তার কোনো খোজঁ পাওয়া যায়নি।

কেউ কোনো সন্ধান কিংবা তথ্য পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা তার পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগঃ বাকৃবি প্রক্টর: ০১৭১৩ ৬৮০৪২৭
শহীদ শামসুল হক প্রভোস্ট: ০১৭১৫ ০৫১০৯৩
সাইফুল ইসলাম (পরিবার): ০১৭১২ ২১৯১৩৫
    
আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি