ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

৯০ তম জন্মদিনে ভক্তদের দেখা দিলেন ফিদেল ক্যাস্ত্রো

প্রকাশিত : ১৬:৩৩, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৩৩, ১৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

৯০ তম জন্মদিনে ভক্তদের দেখা দিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো। বিপ্লবী নেতার জন্মোৎসবে ছিলো নানা আয়োজন। তবে অসুস্থতার জন্য বক্তব্য দিতে পারেননি ক্যাস্ত্রো। তার পাশে ছিলেন তার ভাই রাষ্ট্রপতি রাউল ক্যাস্ত্রো, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া লিখিত বক্তব্যে জন্মদিন উদযাপনের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান ক্যাস্ত্রো। হিরোশিমা সফরে পরমাণু হামলার জন্য ক্ষমা না চাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করেন তিনি। সম্প্রতি ঐতিহাসিক সফরে হিরোশিমা গিয়েছিলেন ওবামা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি