ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

টেলিভিশন নাটকে গতানুগতিক ধারার পরিবর্তন এনেছেন সেলিম আল দীন: পীযূষ বন্দ্যোপাধ্যায় 

জাবি প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৩৭, ১৫ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২৩:১১, ১৫ জানুয়ারি ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ১৬তম প্রয়াণ দিবস উপলক্ষে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) নাট্যোৎসবের উদ্বোধন করা হয় যা সোমবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায়। 

সেলিম আল দীন সম্পর্কে স্মৃতিচারণ করে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন,‘সেলিম আল দীন অনেক কঠিনকে অনেক রূঢ় বাস্তবতাকে খুব সাধারণ মানুষের কাছে, তৃণমূলের কাছে নিয়ে গিয়েছিলেন। সেলিম আল দীনের সঙ্গে মিশে ঝগড়া করে আমি আমার জীবনের অনেক অনেক কিছু শিখেছি। আমিও মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধন্য কারণ তারা গর্ব করে বলতে পারে, আমরা সেলিম আল দীনকে ধারণ করেছি।'

তিনি আরও বলেন, ‘টেলিভিশন নাটকের গতানুগতিক ধারার পরিবর্তন যদি কারো হাতে ঘটে থাকে এদেশে সেটা সেলিম আল দীন। সেখানেও তিনি সফল এবং স্বার্থক। সেলিম আল দীনের সঙ্গে আমার বয়সের পার্থক্য ছিল দেড় দু বছরের কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক ছিল পিতা-পুত্রের। সেলিম আল দীন নেই এটা আমি মানি না, এজন্য আমি প্রয়াত কথাটা ব্যবহার করিনি। তিনি আমার জীবনে ছিলেন, আছেন এবং থাকবেন রবীন্দ্রনাথের মত।’

এসময় আরো উপস্থিত ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুন এবং কলা ও মানবিকী অনুষদে ডীন অধ্যাপক ড. মোজাম্মেল হক।

উৎসবের প্রথমদিনে ইউসুফ হাসান অর্কের নির্দেশনা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক 'স্বর্ণবোয়াল’। দ্বিতীয়দিনে রেজা আরিফের নির্দেশনায় নির্মিত নাটক মাদার কারেজ এন্ড হার চিলড্রেন। দ্বিতীয় দিনে রেজা আরিফের নির্দেশনা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘মাদার কারেজ অ্যান্ড হার চিল্ড্রেন’। তৃতীয় দিনে নাসির উদ্দিন ইউসুফের নির্দেশনা এবং ঢাকা থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘নিমজ্জন’।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি