ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বাড়িতে থেকেও রেহাই নেই করোনা থেকে! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ২৪ জুলাই ২০২০

বিশ্বব্যাপী করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে লকডাউনের পথে হেঁটেছে সব দেশ। বাড়িতে থেকেই সাবধানতা অবলম্বন করার কথা বারবার প্রচার করা হয়েছে। কিন্তু কোভিড বিধি না মানলে বাড়িতেও হানা দিতে পারে এই মারণ ভাইরাস। বাইরের লোক নয়, বাড়ির লোকেদের দ্বারাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এমনই দাবি করছেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা।

মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে ১৬ জুলাই প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, বাইরের লোক দ্বারা আক্রান্ত হচ্ছেন ১০০ জনের মধ্যে ২ জন। আর ঘরের লোক দ্বারা আক্রান্ত হচ্ছেন ১০০ জনে ১০ জন।

তাঁদের সমীক্ষায় এ-ও বলা হয়েছে, অল্পবয়সী করোনা আক্রান্তরা বেশির ভাগ ক্ষেত্রেই অ্যাসিম্পটমেটিক অর্থাই উপসর্গহীন। ফলে অজানতেই তাঁদের সংস্পর্শে এসে পড়ছেন বাড়ির বয়স্করা। ফলে তাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন। তাঁদের উপসর্গ দেখা দিলেই বিষয়টা প্রকাশ্যে আসছে।

এই সমীক্ষার অন্যতম চিকিৎসক চো জানিয়েছেন সংস্পর্শে এসে সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে বয়সভিত্তিক কোনও বিভেদ নেই। যদিও তথ্য দিয়ে সেকথা এখনই হলফ করে বলা যায় না বলেও জানিয়েছেন তিনি।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি