ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

বিভিন্ন উৎস থেকে দেশে এসেছে আট কোটি টিকা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২১

বিভিন্ন উৎস থেকে দেশে এ পর্যন্ত টিকা এসেছে প্রায় চার কোটি। দুই ডোজ সম্পন্ন করেছেন এক কোটি ২৫ লাখের বেশি মানুষ। নিবন্ধন করে অপেক্ষায় আরো দুই কোটি। মজুদ বাড়লে বুথ ও জনশক্তি বাড়িয়ে দ্রুত টিকা কার্যক্রম এগিয়ে নেয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে, দেশে সিনোফার্মের টিকা উৎপাদনের প্রস্তুতি চলছে।

করোনা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকার প্রয়োগ খুবই জরুরি। তাই বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে সরকার। ক্রয়, উপহার এবং কোভ্যাক্সের আওতায় এ পর্যন্ত দেশে এসেছে তিন কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ।

অ্যাস্ট্রাজেনেকার টিকায় ৭ ফেব্রুয়ারি দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। এ পর্যন্ত ৮টি টিকা জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের টিকার প্রয়োগ চলছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, টিকা পেতে নিবন্ধন করেছেন চার কোটিরও বেশি মানুষ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই কোটির কিছু বেশি। আর দুই ডোজ সম্পন্ন মানুষের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ২৫ লাখ। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার।  

ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. শামসুল হক জানান টিকা রেজিস্ট্রেশনের সংখ্যা এখন অনেক বেশি, প্রায় ১কোটি ৯৩ লক্ষ মানুষ এখনও রেজিস্ট্রেশন করেও টিকা পাননি। তাদের টিকা দেয়াটাই প্রথম দায়িত্ব হিসাবে দেখা হচ্ছে। 

এদিকে, দেশেই টিকা উৎপাদনের বিষয়ে, চীনের সিনোফার্মের সাথে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালসের যে চুক্তিটি হয়েছিলো তা বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মূখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। একইসাথে জানান, চলতি মাসে দেশে আরো দুই কোটি ৫০ লাখ ডোজ টিকা আসবে বলে প্রত্যাশা স্বাস্থ্য বিভাগের।
দেখুন ভিডিও :


এসবি/ এসএ/


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি