ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

রাজশাহীতে চার সংবাদকর্মীসহ আক্রান্ত আরও ২৫

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২২, ২১ জুন ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীতে একদিনে চার সাংবাদকর্মীসহ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। 

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান।

আক্রান্ত সাংবাদিকরা হলেন, দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নুর (২৮), রাজশাহীর সংবাদের আব্দুর রহিম (২৩), ঢাকা থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকার মেহেদী হাসান (২৩) ও সোনালী সংবাদের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান (৩৫)। আক্রান্তদের মধ্যে নুর, রহিম ও মেহেদী একই মেসে থাকেন। তাদের সামান্য করোনা উপসর্গ থাকলেও তারা সুস্থ আছেন। এ নিয়ে রাজশাহীতে ছয় সাংবাদিক করোনার শিকার হলেন। 

সাংবাদিক আসাদুজ্জামান নুর জানান, ‘১০/১২ দিন মেহেদী আমের সংবাদ করার জন্য পুঠিয়ার বানেশ্বর হাটে গিয়েছিল। সেখান থেকে আসার পর জ্বর ও কাশি দেখা দেয়। এর ৪/৫ দিন পর আমার জ্বর আসে। গত ১৮ জুন তিনজনের নমুনা দেয়া হয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার পর পজিটিভ আসে। তবে প্রথম থেকেই আমরা কোয়ারেন্টাইনে আছি। তিনজনেই এখন পর্যন্ত সুস্থ আছি ‘ 

এর আগে রাজশাহী আরও দুইজন সাংবাদিকের করোনা শনাক্ত হয়। এরা হলেন, মোহনা টিভির স্টাফ রিপোর্টার মেহেদী হাসান শ্যামল ও এসএ টিভির ক্যামেরাপারর্সন আবু সাঈদ। তারা দুইজন হোম আইসোলেশনের চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভাল।

শনিবার রাজশাহীর দুইটি ল্যাবে ৩৫ জনের নমুনায় করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর ২৫, পাবনার ২ ও নাটোরের ৮ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। 

রাজশাহী জেলার ২৫ জনের মধ্যে নগরের ১৭ জন, পবার ৪ জন, বাঘার ২ জন, দুর্গাপুরের ১ জন ও বাগমারার ১ জন। এর মধ্যে তিনজন মিশন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, ‘হাসপাতালের বর্হিবিভাগ ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। মধ্যে ১৭ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১২ জন। যাদের মধ্যে তিনজন মিশন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও পবার চারজন ও দুর্গাপুরের একজন। পবার চারজনের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।’ 

অপরদিকে, রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, ‘মেডিকেল কলেজ ল্যাবে দুই শিফটে ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে ১৮ জনের নমুনা পজিটিভ এসেছে। এ মধ্যে রাজশাহী নগরের ৫, বাঘার ২, বাগমারার ১, পাবনার ২ ও নাটোরের ৮ জন।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি