ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

হালুয়াঘাট সীমান্তে বিএসএফ`র গুলিতে ১ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৫, ২৩ জুন ২০২০ | আপডেট: ১৯:২৬, ২৩ জুন ২০২০

Ekushey Television Ltd.

ময়মনসিংহের হালুয়াঘাটের গোবড়াকুড়া সীমান্তের ২ শত গজ ভিতরে অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। নিহত ব্যাক্তির পরিচয় জানা যায়নি, তবে তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কড়ইতলী কোম্পানী কমান্ডার আব্দুল মজিদ।

তিনি জানান, মঙ্গলবার ভোরে বিএসএফ’র গুলিতে তিনি নিহত হয়েছেন। নিহতের পরিচয় খুব শীগ্রই জানানো হবে বলে তিনি জানান।

এ নিয়ে দুই দেশের বিএসএফ ও বিজিবি’র মধ্যে সাদা পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা হবে বলে তিনি জানান।

এদিকে গোবড়াকুড়া এলাকার খলিল (৩৫) নামে একজন জানান, আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন তার ছোট ভাই গতরাত থেকে নিখোঁজ রয়েছেন। উক্ত লাশটি তার ভাইয়ের হতে পারে বলে দাবী করেন তিনি।

জানা যায়, নিখোঁজ আব্দুল জলিল পশ্চিম গোবড়াকুড়া গ্রামের মানিক মিয়ার পুত্র।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি