ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

নবাবগঞ্জে আরও ১১ জন করোনা আক্রান্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫২, ২৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরও ১১ জনের করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে।

শুক্রবার (২৬ জুন) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. অনুপ জানান, গত ১৮ জুন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩১ জনের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়। ওই ৩১ জনের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত নবাবগঞ্জে মোট আক্রান্ত হয়েছে ২৭৬ জন। সুস্থ হয়েছেন ১৩১ জন এবং মৃত্যুবরণ করেছে ৪ জন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি