ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

পানির নিচে সিরাজগঞ্জের ৬টি উপজেলার নিম্নাঞ্চল 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৭, ১ জুলাই ২০২০

উজানে পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর এ পয়েন্টে আজ বুধবার সকাল পর্যন্ত পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৮ সেন্টিামিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এতে করে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অবনতির দিয়ে যাচ্ছে। জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় প্রতিদিন নতুন নতুন এলাকায় প্রবেশ করছে বানের পানি। এতে করে বন্যা দুর্গত মানুষের মাঝে বেড়েছে দুর্ভোগ।

চৌহালীর সদিয়াচাঁদপুর ইউনিয়নের বেতিল, বিনদহ, দেওয়ানতলা এবং মাঝগ্রামের অর্ধশত ঘরবাড়িতে কিছুটা পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখান বাসিন্দাদের।

এদিকে যমুনার সাথে পাল্লা দিয়ে এর শাখা নদী করতোয়া, হুরাসাগর, আত্রাই, গুমানী নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতে করে এখানকার মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি