ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

ধোপাখালীর আমবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগর ধোপাখালীর আমবাগান থেকে ইয়ামিন (১৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের রামধনার মাঠের আমবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ইয়ামিন পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের কদর আলীর ছেলে। বুধবার দুপুরে সে অভিমান করে বাড়ি থেকে বের হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার সঙ্গে অভিমান করে ইয়ামিন বুধাবার দুপুরে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকালে ধোপাখালী সীমান্তের একটি আম বাগানে তার মৃতদেহ পাওয়া যায়। 

পরিবারের সদস্যদের ধারণা, অভিমানী ইয়ামিন পটলের খেত হতে নাইলনের দড়ি সংগ্রহ করে আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,‘মৃত্যুটি রহস্যজনক মনে হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানোর পাঠানো হয়েছৈ।’
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি