সান্তাহার বিলে দুই পক্ষের সংঘর্ষে স্কুল ছাত্র নিহত
প্রকাশিত : ২২:১৫, ২ আগস্ট ২০২০

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে পূর্বশত্রতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে শিহাব হোসেন (১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় ওই গ্রামের রক্তদহ বিলের বেইলী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও দুই তরুণ গুরুতর আহত হয়েছে।
দমদমা গ্রামের হারুনুর রশিদের ছেলে নিহত শিহাব হোসেন। সে এবারের এসএসসি পরীক্ষার্থী। এই ঘটনায় এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল হোসেন জানান, ঈদের দিন বিকেলে একই উপজেলার দমদমা গ্রামের কিছু তরুণের সাথে করজবাড়ি গ্রামের তরুণদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ঈদের পরের দিন রোববার সন্ধ্যায় শিহাব তার দুই বন্ধু প্রহর (১৫) ও জাকির হোসেন (১৮)কে নিয়ে ব্রীজ এলাকায় গেলে করজবাড়ি গ্রামের এখলাস হোসেনের ছেলে শিপলু সহ কয়েকজন তরুণ অর্তকিতে শিহাব হোসেনের ওপর হামলা করে এবং ছুরিকাঘাত করে তার গলা কেটে দেয়।
তিনি আরও জানান, একই সময় শিহাবের দুই বন্ধু প্রহর ও জাকিরকেও ছুরিকাঘাত করে তারা। গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে শিহাব মারা যায়।
ওসি জালাল হোসেন জানান, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এএইচ/
আরও পড়ুন