ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

কুমেকে আরও ৫ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ৯ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ২ জন করোনা ভাইরাসের আক্রান্ত ছিলেন। বাকিরা বিভিন্ন উপসর্গ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর মধ্যে করোনায় মারা যান কুমিল্লার সদর দক্ষিণেন হাজেরা (৬২), চৌদ্দগ্রামের নুরুল আলম (৬০)। আর উপসর্গ নিয়ে মনোহরগঞ্জের জসিম উদ্দিন (৫৫), বরুড়ার সফিকুর রহমান (৬০), আদর্শ সদরের জাহানারা (৬৫) বেগমের মৃত্যু হয়।

এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ২৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে এ চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি