ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বরগুনায় খাল মুক্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ২৩ মে ২০২১

উচ্চ আদালতের নির্দেশে বরগুনা শহরের ভারানী খালের পারে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। খালের পশ্চিমপারে অবৈধ দখলে থাকা ৭৩ ব্যবসায়ীর দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। 

রোববার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে খাল মুক্ত করা হয়েছে।

বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার সামিয়া শারমীনের নেতৃত্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) নিজাম উদ্দিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জামিউল হিকমা ও মেহেদি হাসান। এছাড়া পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। 

২০১৮ সালে পরিবেশের ভারসাম্য ও খালের গতিপ্রবাহ ফিরিয়ে আনার জন্য আদালতে মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালপারের অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করার রায় দেন। 

এএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি