ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আইএফসি’র বেস্ট অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ১৯ মে ২০২৪

Ekushey Television Ltd.

অসাধারণ সেবার মান এবং বাণিজ্য প্রচেষ্টায় নিরলস সমর্থনের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)র ‘বেস্ট ট্রেড পার্টনার ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। 

ব্যাংক এশিয়ার পাশাপাশি বিশ্বখ্যাত আরও কয়েকটি ব্যাংকও মর্যাদাপূর্ণ এ পুরস্কারপ্রাপ্তদের তালিকায় স্থান পায়।

সম্প্রতি স্পেনের বার্সেলোনায় আয়োজিত “গ্লোবাল ট্রেড পার্টনার মিটিংˮ অনুষ্ঠানে আইএফসি’র প্রতিনিধি ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। 

এ সময় ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি ব্যাংক এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতিবদ্ধতার স্বীকৃতি এবং বিশ্বজুড়ে নিরবিচ্ছিন্ন বাণিজ্য লেনদেনকে উৎসাহিতকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা করার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ব্যাংকসমূহের মধ্যে অসামান্য সক্ষমতার প্রমাণ হিসেবে কাজ করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি