লালপুরে ফটোসেশন শেষে ফেরত নেয়া হল ঢেউটিন
প্রকাশিত : ০০:২১, ২৮ জুন ২০২১

নাটোরের লালপুরে ৩ জনকে ঢেউটিন বিতরণ করে ফটোসেশন করা হয়। এরপরে সেই তিনজনের কাছ থেকে টিন রেখে দেওয়া হয় ঢেউটিন। রোববার এই ঘটনা ঘটেছে লালপুর উপজেলা পরিষদ চত্বরে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের আওতায় ২০২০-২১ অর্থ বছরের জি আর প্রকল্পের আওতায় ৩৯টি পরিবারের মাঝে ৬২ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ১৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত সেই ঢেউটিন নাটোর জেলা সদর থেকে এখনও লালপুর উপজেলায় এসে পৌঁছেনি। অথচ রোববার সকালে নাটোর-১ (লালপুর-নাটোর) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের মাধ্যমে তিনজনের হাতে টিন ধরিয়ে দিয়ে ফটোসেশন করিয়ে নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারও এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, ৩৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬২ বান্ডিল ঢেউটিনসহ জনপ্রতি তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার কতজনকে ঢেউটিন ও টাকা দেওয়া হয়েছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন লিখে দেন ৩৯ জনকেই ঢেউটিন ও টাকা দেওয়া হয়েছে। বার বার সঠিক পরিমান জানতে চাওয়া হলে এক পর্যায়ে তিনি বলেন ‘এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আপনার যা ইচ্ছে তাই লিখে দেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বরাদ্দকৃত টিনগুলি জেলা থেকে সোমবার এসে পৌঁছেবে। টিন আসার পরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে। তবে টাকার চেক বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। রোববার তিনজনকে টিন দেয়া হয়। সেগুলো ফিরিয়ে নেয়ার বিষয় বা প্রকল্প কর্মকর্তা সাংবাদিকদের কি বলেছেন সেটা তিনি জানে না বলে জানান।
কেআই//
আরও পড়ুন