ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নাটোরে ২০ মে থেকে আম আহরণ শুরু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৩, ৭ মে ২০২০

চলতি মাসের ২০ তারিখ থেকে নাটোর জেলায় আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম আহরণ শুরু হবে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই আম আহরণ। চলতি মোসুমে ৫ হাজার ৫১৯ হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আম ও লিচুর নিরাপদ উৎপাদন, আহরণ এবং বাজারজাতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা থেকে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মো: শাহরিয়াজের সভাপতিত্বে মতবিনিময় সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-পরিচালক (কৃষি) সুব্রত কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, আম ব্যবসায়ী সেলিম রেজাসহ প্রমুখ।

মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার অনান্য উপজেলা থেকে উপজেলা নির্বাাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার, আম ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি