ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বন্দর নগরীর উন্নয়ন এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানে নগর সরকার জরুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ২১ জুন ২০১৭ | আপডেট: ১৮:৪২, ২১ জুন ২০১৭

বন্দর নগরীর উন্নয়ন এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানে নগর সরকার জরুরী বলে মনে করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় না থাকায় এই সমস্যা আরো প্রকট হচ্ছে। আর বিশিষ্ট নাগরিকরা বলছেন, জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন। 

বৃষ্টি হলেই জলাবদ্ধতা। অধিকাংশ এলাকা ডুবে জুড়ে হাঁটু থেকে কোমর পানিতে। নগরবাসীর এই জনদুর্ভোগ নিয়ে নাগরিক কমিটির এই আযোজন।

আলোচনায় বক্তাদের অভিযোগ, সমস্যাটি গুরুত্ব দিয়ে দেখছেনা জনপ্রতিনিধিরা। একই সাথেসেবাদানকারী সংস্থাগুলোর সন্বয়হীনতা আর মাস্টারপ্ল্যান বাস্তবায়ন না করায় জলাবদ্ধতা আরো প্রকট হচ্ছে বলে মত তাদের।

সিটি মেয়র জানান, মাষ্টারপ্ল্যান বাস্তবায়নে প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন।- এই অর্থেও যোগান দেয়া সিটি করপোরেশন একার পক্ষে সম্ভব নয়।

পরিকল্পিত নগর উন্নয়নে সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয় জরুরী বলেও মনে করে মেযর। আর এরজন্য সিটি করপোরেশনের ক্ষমতা আরো বাড়ানোর দাবি তার।

যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা আর ড্রেন-নালার উপর স্থাপনা তৈরির মানসিকতা বর্জনের আহ্বানও জানান মেয়র।

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি