ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কিশোরগঞ্জ হাসপাতালে অক্সিজেন রিফিল ব্যাংক চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ১৮ জুলাই ২০২১ | আপডেট: ১০:০১, ১৮ জুলাই ২০২১

অক্সিজেন সিলিন্ডার

অক্সিজেন সিলিন্ডার

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে অক্সিজেন রিফিল ব্যাংক চালু করেছে আবুল খায়ের গ্রুপ। শনিবার (১৭ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ফখরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক সাইফুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জানা গেছে, করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিতে ৭ হাজার ৫০০ লিটারের ২০টি সিলিন্ডার দিয়ে এ রিফিল কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। আবুল খায়ের গ্রুপ তাদের চট্টগ্রাম কারখানা থেকে এ অক্সিজেন সরবরাহ করবে। একজন অপারেটর এবং স্টাফ সবসময় এ অক্সিজেন সরবরাহে দায়িত্ব পালন করছেন।

এমন উদ্যেগকে সাধূবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আবুল খায়ের সাধারণ মানুষের সেবায় যে উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসার দাবি রাখে।

গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, প্রথম পর্যায়ে ১৫টি সরকারি হাসপাতালে অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। প্রয়োজনে এই ব্যাংক থেকে হাসপাতালগুলোতে তরল অক্সিজেন ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, এ পর্যন্ত ১৮ হাজারের বেশি অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে রিফিল করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি