ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ধামইরহাটে প্রাইভেটকার ও ফেন্সিডিলসহ চালক আটক 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৭, ১৭ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাটে প্রাইভেটকারে করে ফেন্সিডিল পাচারের সময় মঙ্গলবার উপজেলার নানাইচ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ স্বপন মিয়া (৩৫) নামে ওই প্রাইভেটকারের চালককে আটক করেছে। 

এসময় ওই কারের ভিতর হতে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ প্রাইভেটকার জব্দ করে পুলিশ। আটক চালক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ী গ্রামের ফিরোজ রহমানের ছেলে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর তাকে মঙ্গলবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ওইদিন সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারে তল্লাশী চালানো হয়। এসময় কারের পিছনের বনেট থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক স্বপন মিয়া পেশায় একজন প্রায়ভেটকার চালক হলেও সে দীর্ঘদিন ধরে ধামইরহাট সীমান্ত থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। 

এ বিষয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি