ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

শ্রীমঙ্গল বিজিবি ব্যাটালিয়ানের মাছের পোনা অবমুক্তকরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৬, ২১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

মৌভীবাজারের বিজিবি শ্রীমঙ্গল ব্যটালিয়ানের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মৎস পোনা অবমুক্ত করা হয়েছে।  শনিবার সাকলে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপিতে মৎস পোনা অবমুক্তকরে সপ্তাহব্যাপী এ পোনা অবমুক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল ব্যটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মাহাবুবুল ইসলাম। 

এ সময় ব্যাটালিয়ানের সহকারী পরিচাল মো. শাহজানসহ অনান্য পদবীর কর্মকর্তা ও সৈনিকরা উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের সহকারী পরিচাল মো. শাহজান জানান, বর্তমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে  রুই, কাতল, মৃগেল, মনোসেক্স তেলাপিয়া, দেশী পুটিসহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। 

তিনি জানান, আগামী ২৭ আগষ্ট পর্যন্ত ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বিওপিসমূহের পুকুর/লেকে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্তকরণ হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি