ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বাঞ্ছারামপুরে সড়কের পাশে মিলল নারীর লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৩, ২৫ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাজেদা বেগম-(৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলা সদরের বিশ্বরোড সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাজেদা বেগম উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহআলম মিয়ার স্ত্রী। বুধবার সকালে নিহত মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদা বেগমের স্বামী শাহ আলম পেশায় মৎস্যজীবী। মাজেদা বেগম বিভিন্ন জায়গা থেকে শাক-সবজি সংগ্রহ করে বিক্রি করতেন। গত মঙ্গলবার দুপুরে মাজেদা বেগম শাক-সবজি সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। পরে রাতে বিশ্বরোড সড়কের পাশে একটি খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। ওই মহিলার মরদেহ সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি