ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

মিলাদের পোলাও খেয়ে ৪১ জন হাসপাতালে

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৪, ১২ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেলখুর গ্রামে মিলাদের পোলাও খেয়ে তিন গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। গত শুক্রবার বিকালে ওই পোলও খাওয়ার পর শনিবার রাত থেকে রোবরার দুপুর পর্যন্ত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোলায়মান মেহেদী স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলখুর গ্রামে মৃত ব্যক্তির উদ্দেশ্যে শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে আমন্ত্রিত অতিথিদের পোলাও খাওয়ানো হয়।

সেই পোলাও খেয়ে বাকিলা, পানিখুর ও বেলখুর গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ বমি, পাতলা পায়খানা ও পেট ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তিনি জানান।

পাঁচবিবি উপজেলার বেলখুর গ্রামের আব্দুস সামাদ মন্ডল বলেন, কিছুদিন আগে বেলখুর গ্রামের বজলুর রহমান নামে এক ব্যক্তি মারা যান। মৃত বজলুর রহমানের আত্মার মাগফেরাত উপলক্ষ্যে শুক্রবার স্থানীয় মসজিদে দোয়া মাহফিল শেষে পোলাও খাওয়ানোর পর শুক্রবার রাত থেকে শতাধিক মানুষের ডায়রিয়া শুরু হয়।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী বেলখুর গ্রামের শাপলা বেগম (৩০) জানান, ডায়েরিয়া শুরু হওয়ার পর প্রথমে তারা বাড়িতে চিকিৎসা শুরু করেন। এরপরও অবস্থার অবনতি ঘটলে তারা হাসপাতালে ভর্তি হন।

এ দিকে হঠাৎ করে শনিবার রাত থেকে এখন পর্যন্ত ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হলে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বেড না থাকায় হাসপাতালের মেঝেতেও অনেককে চিকিৎসা নিতে হচ্ছে বলেও জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোলায়মান মেহেদী।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি