ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৬:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি রোড শো শুরু হয়। এই রোড শো'টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে গিয়ে শেষ হয়। পরে ঘোড়া দিঘির পাড়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, প্রফেসর বুলবুল কবির, জেলা টুরিষ্ট পুলিশের ইনচার্জ মোশারফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাংবাদিক বাবুল সরদার, আজমল হোসেন প্রমুখ। 

আলোচনা সভা ও রোড শো-তে বাগেরহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সংস্কৃতিকর্মী ও পর্যটন সংশ্লিষ্টরা অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিদের কন্ঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি