ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবককে ৬ মাসের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৫, ১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করার অপরাধে মাকসুদুল আলম নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কামরুল হোসেন চৌধুরী এই দণ্ড প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছয়ানি ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মাকসুদুল আলম দীর্ঘ দিন যাবত এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী হানিফ ভুঁইয়া স্কুল এন্ড কলেজে আসা যাওয়ার পথে তাকে বিরক্ত করতো মাকসুদুল। এছাড়াও সে ছাত্রীর বাড়িতে গিয়েও তাকে উত্ত্যক্ত করতো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শুক্রবার সকালে ভুক্তভোগী ছাত্রীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মাকসুদুলকে গ্রেপ্তার করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি