ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে আশ্রয়হীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর বিতরণ

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১২, ৪ মে ২০২১

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের প্রধানমন্ত্রী দেওয়া নদীভাঙ্গা ও আশ্রয়হীনদের মাঝে ১২০ পরিবারকে ঘর প্রদান করা হয়। 

মঙ্গলবার দুপুরে পূর্বচর ক্লার্ক ইউনিয়নের ইদ্রিস মিয়া বাজারে সেনাবাহিনী কর্তৃক নির্মিত ২৪টি ব্যারাকে ১২০ জন নদীভাঙ্গা, আশ্রয়হীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রী এই ঘরগুলো বিতরণ করেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান। পরে ঘর বিতরণ শেষে প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসেবে আমরা নোয়াখালী সুবর্ণচর উপজেলার বিশেষ করে যারা নদীভাঙ্গা আশ্রয়হীন ও ভূমিহীন এই ধরণের মানুষদের মাঝে ২৪টি ব্যারাকে ১২০ জন পরিবারের মাঝে ঘর বিতরণ ও খাদ্য সহায়তা প্রদান করি।
কেআই// 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি