কবিরহাটে দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ
প্রকাশিত : ১৭:০৮, ১২ অক্টোবর ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ডাঃ একেএম জাফর উল্লাহ, নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন শাহীন, আওয়ামী লীগ নেতা আবু জাহের দুলাল, কবিরহাট পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদেষ চন্দ্র পাল, শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি এড. সুধাংশু রঞ্জন পাল।
এসময় শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী উদ্ধোধন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কেআই//
আরও পড়ুন