ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মুদ্রাপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০০:১০, ২৪ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় মুদ্রাপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের একটি সেন্টারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইউনিট (বিএফআইইউ) এর তত্বাবধানে ডাচ বাংলা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সকল ব্যাংকের প্রতিনিধিদের জন্য লীড ব্যাংক হিসেবে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ এর উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রব। এতে সভাপতিত্ব করেন ডাচ বাংলার ক্যামেলকো আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি তার বক্তব্যে, ব্যাংকাররা জাতীয় এ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষিত হয়ে তাদের স্ব স্ব ব্যাংক ও গ্রাহকদের নৈতিকভাবে আর্থিক লেনদেনের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় বিভিন্ন ব্যাংকের অর্ধশতাধিক ব্যাংকার অংশগ্রহন করেন। বিএফআইইউ এর রিসোর্স পার্সনগণ কর্মশালাটি পরিচালনা করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি