ঢাকা, শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর ছাত্রলীগের র‌্যালী

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ৪ জানুয়ারি ২০২২

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা ছাত্রলীগের একাংশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে। র‌্যালীতে জেলা ছাত্রলীগসহ সদর উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়নের ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বেলা ১১টায় সদর ছাত্রলীগের জেলা অফিসের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে জেলার ছোট বড় সড়ক প্রদক্ষিণ করে এখানে এসে শেষ হয়। এতে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোসহ শতাধিক ট্রাকে কয়েক হাজার নেতকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের ছেলে আসিফ খানের নেতৃত্বে র‌্যালীতে অংশ গ্রহণ করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজিব সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল বেপারী, জসিম গৌড়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি