টঙ্গীতে ঝুটের গোডাউনে আগুন
প্রকাশিত : ২৩:১০, ১১ জানুয়ারি ২০২২

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ঝুট গোডাউনের মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস বিভাগ জানায়, রাত ৮টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার একটি ঝুটের গোডাউন আগুন লাগে। মুহুর্তেই আগুনের ব্যাপকতা বেড়ে গিয়ে তা অপর গুদামে ছড়িয়ে পড়ে। এতে তিনটি ঝুটের গোডাউন ও মালামাল পুড়ে যায়। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
কেআই//
আরও পড়ুন