ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ৩০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এক ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৬টায় গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। 

এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যাওয়ার পর কিছুটা দূরে আউটার সিগন্যালের কাছাকাটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

এ সময় ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেনটি রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতিতে ছিল। যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় বলাকা কমিউটারের ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করা হয়।

তিনি জানান, সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে রয়েছে। আর বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি