ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

কালুখালীতে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৩, ২০ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:৫৭, ২০ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। নিহত দুই শিশু হলেন মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে উজায়ফা (৮) ও একই গ্রামের ইকরামের ছেলে হাসান (৩)।

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়ীতে দুই শিশু খেলা করছিল। এক পর্যায়ে দুই শিশু রানা ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়। এসময় বাবু বিশ্বাসের বাড়ীর লোকজন পাশের বাড়ীতে থাকায় দ্রুত আগুন ছরিয়ে পড়ে রান্না ঘরে রাখা খড়িতে। গুরুত্বর দগ্ধ অবস্থায় প্রতিবেশিরা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফরিদপুর বঙ্গবন্ধু  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবৃ বিশ্বাসের ছেলে  উজায়ফাকে ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে উজায়ফা মারা যায়।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজিব বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা দুই শিশুর পরিবারের পাশে আছি। উপজেলা প্রশাসনের পক্ষ তাদের সব বিষয়ে সহযোগিতা করা হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি