ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

ইজতেমায় পাঁচ মুসুল্লির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ২১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন চলাকালে বৃহস্পতিবার ভোর থেকে আজ সকাল পর্যন্ত শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে পাঁচ মুসুল্লির মৃত্যু হয়েছে।

এই মুসুল্লিরা হলেন- রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব জুরাইনের আব্দুল জব্বারের পুত্র আব্দুল হান্নান (৫৮), রাজধানীর গুলিস্তান বঙ্গবাজার এলাকার মৃত হাজী ওয়াইজুল্লাহ’র পুত্র হাজী মো. বোরহান উদ্দিন (৪৫), বরগুনার আব্দুল আলীর পুত্র মফিজুল ইসলাম (৭৫), গাইবান্ধার মৃত মো. শুক্কুর ম-লের ছেলে মো. আব্দুল হামিদ ম-ল (৫৫) ও সাভারের আব্দুল আলিমের ছেলে মফিজুল ইসলাম (৫৪)।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো. সায়েম জানান, ইজতেমা ময়দানে দ্বিতীয় পর্বের আয়োজন চলাকালে তারা মারা গেছেন।

টঙ্গী জোনের ইজতেমা কন্ট্রোল রুমে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হঠাৎ অসুস্থ হয়ে, হৃদরোগে ও বার্ধক্য-জনিত অসুস্থতায় তারা মারা গেছেন।

টঙ্গী জোনের এএসআই মো. মনির উদ্দিন জানান, ইজতেমা ময়দানে নামাজে জানাজা শেষে এই মুসুল্লিদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিন দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল ২২ জানুয়ারী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি