ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

আবারও ঝেঁকে বসেছে শীত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ২৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কয়েকদিন বিরতির পর ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলে আবারও ঝেঁকে বসেছে শীত। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাবে। তবে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

গতকাল শনিবার থেকেই ঠাকুরগাঁওয়ে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশার সাথে বইছে শীতল বাতাস। খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীত বেড়েছে উত্তরের জেলা পঞ্চগড়েও। এছাড়া রংপুর বিভাগে আবারও শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। প্রচণ্ড শীতে কাবু এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ-বালাই।

এক সপ্তাহ আগেও সিলেট, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। যার ফলে দুর্ভোগে পড়েছিল সাধারণ মানুষ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি