ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

নোয়াখালীতে ‘ছাত্রলীগ স্মার্ট স্কুল’ এর উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:০০, ২ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ২১:০১, ২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নোয়াখালীতে ছাত্রলীগের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে কোচিং সেবা দিতে ‘ছাত্রলীগ স্মার্ট স্কুল’ এর উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়াম সংলগ্ন এ র্স্মাট স্কুলের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।

জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবাইয়াত রহমান আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখনে, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ অনেকে। 

এসময় বক্তারা বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে রসায়ন, পদার্থ, গণিত, হিসাব বিজ্ঞানসহ বিশেষ বিষয়গুলো পড়ানো হবে। 

ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজের শিক্ষকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে পড়াবেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি