ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

কোয়ান্টাম কসমো স্কুল পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৫ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। শনিবার (৪ ফেব্রুয়ারি) এক সংক্ষিপ্ত সফরে তিনি স্কুল পরিদর্শন করেন।

এ সময় তাঁর আগমন উপলক্ষে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে ও ব্যান্ডবাদন প্রদর্শন করে।

এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, একটি জাতির শিক্ষার যেমন দরকার আছে তেমনি মানুষের সুস্বাস্থ্যেরও দরকার আছে। শুধু শারীরিকভাবে সুস্থ হলেই হবে না, মানসিক, সামাজিক ও আত্মিকভাবেও সুস্থ হতে হবে। তাহলে একজন মানুষকে পরিপূর্ণ সুস্থ বলা যাবে। 

তিনি বলেন, একজন মানুষ আত্মিকভাবে সুস্থ হলে তিনি অন্যকে কখনও ঠকাবে না, তার লোভ লালসাকে তিনি সংবরণ করতে শিখবেন। তাই আমি মনে করি প্রতিটি মানুষের স্বপ্ন থাকতে হবে যে জীবনে সে কী করতে চায়। এই স্বপ্নটা হতে হবে মানুষের কল্যাণে কাজ করার। আর কোয়ান্টাম পরিপূর্ণ সুস্থতা বা টোটাল ফিটনেস নিয়ে যে কাজ করছে এজন্যে আমি তাদের অভিনন্দন জানাই।’

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ও আরো অনেকে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি