ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুইদিন পর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চরের একটি ভুট্টাক্ষেতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকাশ মোল্লা (১২) একই উপজেলার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাসির মোল্লার ছেলে। সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনেরা ও পুলিশ জানায়, নিহত আকাশ মোল্লা তার বাবা-মাসহ বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে নানা বাড়িতে থাকেন। গত শনিবার বিকেলে বাবার ভ্যান নিয়ে বাইরে বেড় হয়। এরপর অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায় নি। আজ সকালে স্থানীয়রা হাবাসপুর ইউনিয়নের পদ্মার চরের একটি ভুট্টা ক্ষেতে হাত-পা বাধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি